আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরুষদের নিয়ে সানির ঐতিহাসিক মন্তব্য

২০১৭ সালে সারা বিশ্বে আলোড়ন তুলেছিল ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন।’ বিনোদন জগত থেকে শুরু করে রাজনীতি, খেলাধুলার অঙ্গনেও আছড়ে পড়েছিল সেই আন্দোলনের ঢেউ। এতে যৌন হেনস্তার অভিযোগে একে একে অভিযুক্ত হতে থাকেন রুপালি পর্দার তারকারাও। এবার অবশ্য যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
সম্প্রতি ‘মি টু আন্দোলন’ সম্পর্কে মতামত জানতে চাওয়া হয় সানির কাছে। উত্তরে তিনি বলেন, ‘পুরুষরাও যৌন হয়রানির শিকার হন। তবে তাঁরা কখনোই এই বিষয়ে মুখ খোলেন না। কিন্তু তাঁদের উচিত এই বিষয়ে কথা বলা।’

সেইসঙ্গে সানি মনে করেন, ‘মি টু আন্দোলন’ সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। তাঁর মতে, চুপ করে থাকলে সমস্যার পরিমাণ আরো বাড়বে। তাই এই বিষয়ে সবার কথা বলা উচিত।

সানিকে সর্বশেষ ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন টু’ নামের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। গত বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। সানি এখন ‘কোকা-কোলা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া তিনি ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘এক পেহেলি লীলা’ ও ‘তেরা ইন্তেজার’ ছবিতে অভিনয় করেছেন। ( সূত্র গালফ নিউজ)

স্পন্সরেড আর্টিকেলঃ