আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরনো পেশায় ফিরলেন তৈমূর

নিজস্ব প্রতিবেদক:

পুরনো পেশায় ফিরে গেলেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকার। এখন থেকে তিনি নিয়মিতি সুপ্রিম কোর্টে সময় দেবেন। আইন পেশা তার পুরনো পেশা । এছাড়া তিনি আরও তিনটা কাজ করেন। তার মধ্যে রয়েছে রাজনীতি, সমাজ সেবা, কলাম লেখা।

গত ২৬ জানুয়ারি একটি বেসরকারী টিভি চ্যানেলকে তিনি এমনটাই জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলবো। ইভিএম পদ্ধতিতে কোনো রাজনৈতিক দল যেনো নির্বাচনে না যায়। ইভিএম একটি চুরির বাক্স।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি পরাজিত হন। তার ৩৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়। তিনি তাদেরকে মুক্তির জন্য ব্যস্ত সময় পার করছেন। তৈমূর বলেন, কর্মীদের মুক্তির পর নিয়মিত কোর্টে আইন পেশায় সময় দেবো।

স্পন্সরেড আর্টিকেলঃ