আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং: নিপুণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়ার বিষয়ে চিত্রনায়িকা নিপুণ বলেছেন, ‘আমি হারিনি, হেরে গেছে বাংলাদেশ। পুরো দেশ থেকে আমি যেই সমর্থন পেয়েছি, তার সামনে জায়েদ খানের চক্রান্ত দাঁড়াতে পারে না।’

রবিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চিত্রনায়িকা নিপুণ।
প্রধানমন্ত্রীকে এফডিসিতে আসার আহবান জানিয়ে নিপুণ বলেন, ‘এই যুদ্ধটা আমি করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে আসুন, এই চক্রকে ধরেন। এই চক্রকে ধরতে না পারলে আমাদের চলচ্চিত্রকে বাঁচানো যাবে না।’

‘পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং’ অভিযোগ করে নিপুণ বলেন, ‘জায়েদ খান, নির্বাচন কমিশন এবং এফডিসির এমডি এই তিনজন মিলে চক্র করে আমাদের বিপক্ষে কাজ করেছে। এর তদন্ত করা দরকার।’

শুধু সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন দাবি জানিয়ে নিপুণ বলেন, ‘জায়েদ খানের সঙ্গে আমি আবার নির্বাচন করতে চাই। তার সাথে লড়াই করতে চাই। পুনরায় নির্বাচন দাবিতে উচ্চ আদালতে যাবো।’

সংবাদ সম্মেলনে, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, সায়মনসহ কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ