আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ৩৩ জন মুক্তিযোদ্ধা পুলিশকে সম্মাননা প্রদান

এস.ডি রিপন মাহমুদ ॥ মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যাগে রবিবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে ৩৩জন মুক্তিযোদ্ধা পুলিশকে সম্মাননা প্রদান করেছে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাঈনুল হাসান,সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন পিপিএম,প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু,মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার,কাঞ্চন আলী। ৩৩জন মুক্তিযোদ্ধা পুলিশকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।