আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

 

এস.ডি রিপন,পিরোজপুর  ॥ যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন, আওয়ামীলীগ ও প্রেসক্লাব পৃথক কর্মসূচী পালনে করেছে। দলীয় কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান খান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক ছাত্র নেতা ইসাহাক আলী খান পান্না, জিয়াউল আহসান গাজী, মতিউর রহমান সরদার, খান মো. আলাউদ্দিন, আঃ রাজ্জাক খান বাদশা, শহীদুল ইসলাম পান্না, জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার ও রেজাউল ইসলাম মন্টু প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সকালে শহরের বলেশ্বর ঘাট শহীদ বেদীতে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক খালিদ আবু, হাসান মামুন, মাহামুদুর রহমান মাসুদ, হাসিবুল ইসলাম হাসান, মসিউর রহমান রাহাত, কবির হোসাইন ও তামিম সরদারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মঠবাড়িয়া প্রতিনিধি জানায়, মঠবাড়িয়ায় বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, শিক্ষক নূর হোসাইন মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক, প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, শিক্ষক রুহুল আমীন, শহীদ পরিবারের সদস্য পরিমল হালদার, প্রমুখ। আলোচনা শেষে শহীদদের স্বরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে শহীদ মিনার পাদদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক গীতি আলখ্য “ইতিহাস কথা কও” সাস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ