আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপি সদস্যসহ আহত ৬

পিরোজপুরে পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপি সদস্যসহ আহত ৬

পিরোজপুরে পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপি সদস্যসহ আহত ৬

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর সদর উপজেলার কদমতলায় দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কদমতলা ইউনিয়ন পরিষদের সভা চলাকালীন সময়ে পরিষদে ঢুকে এ হামলা চালায়।

দুর্বৃত্তরা কদমতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খান (৪০), ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস সেখ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন হাওলাদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল সেখ, ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন সহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

আহত ইউপি সদস্য আল মামুন হাওলাদার বলেন, সকালে ইউনিয়ন পরিষদে জেলেদের চাল দেয়ার তালিকা করার বিষয়ে সভা চলছিল। সকাল ১১ টার দিকে চেয়ারম্যানের নির্দেশে হাবিব খান, রিপন খানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাপাতি, দা, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে পরিষদের সভা কক্ষে হামলা করে ইউপি সদস্য সোহেল খানকে এলোপাথারীভাবে কোপাতে থাকে। এ সময় হামলাকারীরা উপস্থিত অন্য সদস্যদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাধীন ডা. মো: রাসেল মিয়া বলেন, মারাত্মক আহত ইউপি সদস্য সোহেল খানকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর সদর সার্কেল আহমেদ মইনুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে এ ব্যাপরে এখনও কোন অভিযোগ দায়ের হয়নাই। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ