আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শিশু তুহিন হত্যায় ,পিতা পুত্রের মৃত্যুদন্ড

পিতা পুত্রের মৃত্যুদন্ড

আড়াইহাজারে শিশু তুহিন হত্যায় ,পিতা পুত্রের মৃত্যুদন্ড

পিতা পুত্রের মৃত্যুদন্ড

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আপন চাচাতো ভাই শিশু তুহিন হত্যার দায়ে অপর চাচাতো ভাই ঘাতক মাহফুজুল ইসলাম (২০) ও তার পিতা বিল্লাল হোসেন (৫০) কে মৃত্যু দন্ড দিয়েছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামীদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন।

প্রসঙ্গত, উপজেলার বগাদী কান্দাপাড়া গ্রামের ব্যবসায়ি নাছিরউদ্দীনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র মাকসুদুল ইসলাম তুহিন (৭) ২০১৫ সনের ৮ মে সকালে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। ঘটনার পর থেকে তুহিনের চাচাতো ভাই মাদরাসা ছাত্র মাহফুজুল ইসলাম পলাতক থাকায় সন্দেহ বশত পুলিশ তাকে খুঁজতে থাকে।

এক পর্যায়ে ১০ মে রাতে নরসিংদীর বালাপুর কান্দাপাড়া এলাকা থেকে মাহফুজকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তুহিনকে ৯ মে রাতে হত্যা করে নিজের ঘরে ড্রামের ভিতরে লাশ লুকিয়ে রেখেছে সে । ঘাতক মাহফুজুল ইসলাম জানায়, তার পিতা বিল্লাল হোসেনকে কোন একদিন নিহতের পিতা নাসিরউদ্দীন প্রহার করার প্রতিশোধ হিসেবে তুহিন কে সে এবং তার পিতা মিলে হত্যা করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে ঘাতক মাহফুজের ঘরে রাখা ড্রামের ভিতর থেকে দূর্গন্ধ যুক্ত ও ফুলে ফেঁপে ওঠা তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মাহফুজুল ইসলাম ও তার পিতা বিল্লাল হোসেনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা নাসিরউদ্দীন।