শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন করেছে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ভুলতা-মুড়াপাড়া সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
জানা গেছে আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। মানববন্ধনে বক্তরা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আইডিয়াল স্কুলের সভাপতি নুরুল্লা মেম্বার, প্রধান শিক্ষক জাহিদ হোসেন, সফিউদ্দিন শফী মোক্তার, খবির দেওয়ান মোকলেছ হোসেন, ওয়াহেদ মিয়া, সফিক মিয়া, মানসুরা বেগম, পিপাসা বেগম, আইরিন বেগম, ফাতেমা বেগম, হিরামনিসহ আরো অনেকে।