আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পারভীন ওসমান আউট

সংবাদচর্চা রিপোর্ট

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি হতে রঙ্গিন স্বপ্ন দেখেছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান। তিনি জাতীয় পাটির চেয়ারম্যান এরশাদের সমর্থন পেয়েছিলেন। আজ জাতীয় পাটির সংরক্ষিত আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাতে বাদ পড়েছেন পারভীন ওসমান।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় পাটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে দলীয় ৪ জন প্রার্থীর তালিকা দিয়েছে।

সংরক্ষিত আসনে জাতীয় পাটির যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন,জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান, সালমা ইসলাম, নাজমা আকতার।

মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারম্যান একটি কমিটি করে দিয়েছিলেন। এই কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রার্থীদের মনোনীত করেছেন।’

স্পন্সরেড আর্টিকেলঃ