আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার বনমালী শিল্পকলার নির্বাচনে অঞ্জন চৌধুরী সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক

নবকুমার:

পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পন্ন হয়েছে। এতে স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি এবং পাবিপ্রবি’র শিক্ষক সাংস্কৃতিক কর্মী ড. মোহাম্মদ হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় তিন সদস্যের নির্বাচন কমিশন ১৭ সদস্যের বনমালী শিল্পকলা কেন্দ্রের নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্য কর্মকর্তা এবং সদস্যরা হলেন- সহ-সভাপতি এমএ মতিন, সনৎ কুমার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।

এছাড়া কার্যকরী পরিষদের ১০ সদস্য হলেন- আবদুল হান্নান, এম সাইদুল হক চুন্নু, ডা. মনোয়ারুল আজিজ, মুহাম্মদ আবুল মাসুদ, আবদুল হান্নান শেলী, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, আলী আহসান বক্তার, অসিত কুমার সাহা, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী। বিকালে বনমালী অডিটোরিয়ামে বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ