আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীর অনুষ্ঠানে বজলুর বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জের পূর্বগ্রাম স্পোর্টস এন্ড ইয়ুথ ওয়েলফেয়ার ক্লাব এর উদ্যোগে গাজী গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের (২০২১ ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে উপজেলার পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে

কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ জাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রস্তাবিত চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। তিনি জানান, মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছিলো। সভাস্থলে মিছিলটি পৌছালে জয় বাংলা, কায়েতপাড়ার মাটি পাপ্পা গাজীর ঘাঁটিসহ নানা শ্লোগানে মুখোরিত করে তোলে।

সর্বশেষ সংবাদ