স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু কোনোদিন বাঙালি জাতির জন্য আপোসের রাজনীতি করে নাই। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক। তিনিই আমাদের স্বাধীনতার ঘোষক । বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ স্বাধীন তা ঘোষণা দেয়। আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। বঙ্গবন্ধু শুধু বাঙালির না। উনি সারা বিশ্বের নেতা। ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কন্ঠস্বর। যেখানেই অন্যায় অবিচার ছিলো সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুই আমাদের স্বাধীনতার একমাত্র ঘোষক। অন্যরা পাঠক। তারা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পত্রপাঠ করেছে। পাঠক কখনো ঘোষক হতে পারে না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা এক সাথে পালন করতে পারছি। এটা আমাদের সৌভাগ্য। আমরা যারা বেচে আছি তারা আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করতে পারব না। এটাই আমাদের জীবনে শেষ।
মন্ত্রী বলেন, পাকিস্তানের শাসক গৌষ্ঠী যাতে বঙ্গবন্ধুকে বিদ্রোহী বলতে না পারে বঙ্গবন্ধু সেই ভাবে কৌশলে বাঙালিদের মুক্তির বার্তা দিয়েছিলেন। একটি জাতিকে কিভাবে জাগ্রত করতে হবে তা বঙ্গবন্ধু ভালো করেই জানতেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর ভাষণের রেকর্ড ধবংস করার জন্য নানা ষড়ষন্ত্র হয়েছে। একুশ বছর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাতে পারি নাই। বিএনপি বঙ্গবন্ধুর ভাষণ বাজানো শুনলেই হামলা -মামলা করেছে। শুধু তাই নয় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেয় নাই। বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযোদ্ধাদের নাম শুলে মামলা- হামলা করেছে । ছিয়ানব্বই সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে মুক্তিযুদ্ধের চেতনা পুনপ্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাষণের রেকর্ড সংরক্ষণ করা হয়। বঙ্গবন্ধুর কন্যা সকল মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে । কৃষি ,শিক্ষা ,চিকিৎসা ,তথ্যপ্রযুক্তি খাত,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, দেশ খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণ অর্জন করছে। মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ( ৫০ বছর পূর্তি) উপলক্ষে এক সাক্ষাতকারে গতকাল গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন। মন্ত্রী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। প্রসঙ্গত আজ মহান স্বাধীনতা দিবস। নিজস্ব প্রতিবেদক।