আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে সস্ত্রীক প্রিন্স উইলিয়াম

পাঁচ দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন । সফরের প্রথম দিনই ইসলামাবাদে সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কাটান তারা।

বিবিসি জানায়, সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান ডিউক অব ক্যামব্রিজ এবং ডাচেস অব ক্যামব্রিজ। উপমহাদেশের দেশটিতে এটাই তাদের প্রথম সফর।

পরদিন সারাদিন তারা পাকিস্তানিদের তরুণ-তরুণী ও স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দেন ব্রিটিশ রাজপরিবার দম্পতি।

দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দাওয়াতে অংশ নেন তারা।

২০০৬ সালে উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস এবং তার দ্বিতীয় স্ত্রী ডাচেস অব কর্নওয়ালের পর এটাই পরবর্তী কোনো ব্রিটিশ রাজপরিবার দম্পতির পাকিস্তান সফর।

১৯৯৭ সালে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা পাকিস্তান ভ্রমণ এসেছিলেন। ডায়ানার বন্ধু ইমরান খান তখন জনপ্রিয় ক্রিকেটার। ইমরান ও তার সেসময়ের স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের আমন্ত্রণে লাহোরের ক্যানসার হাসপাতালও ঘুরে দেখেন ডায়ানা। এই সফরের তিন মাস পরেই রহস্যজনক দুর্ঘটনায় মারা যান আলোচিত এই ব্রিটিশ রাজবধূ। মায়ের সেই সফরের সূত্র ধরেই উইলিয়ামের সস্ত্রীক পাকিস্তান সফর।

স্পন্সরেড আর্টিকেলঃ