আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষার সুযোগ পেল মর্গ্যানের শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: অবশেষে পরীক্ষার সুযোগ মিলল নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থীদের। এরমধ্যে দুই বিষয়ে ফেল করাদের কোন রকম পূর্ণমূল্যায়ণ ছাড়াই রেজিস্ট্রেশন ও অধিক বিষয়ে ফেল করাদের আগামী ১৭ ও ১৮ নভেম্বর পূন:মূল্যায়ণ পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক বৈঠকে জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া এ সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য অকৃতকার্য হয়েও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে আন্দোলন করে আসছিল। এর প্রেক্ষিতে বুধবার (৮ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেছিলেন, বৃহস্পতিবার ৯ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে সভা হবে। এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রশাসন, সাংবাদিকদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। আন্দোলনরত শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি ছিল ১৭৮ জনকে এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে। পরে জেলা প্রশাসক সকল দিক বিবেচনা করে দুই বিষয়ে অকৃতকার্যদের কোনরূপ পুনরায় মূল্যায়ণ ছাড়া ১০ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের নির্দেশ দেন। পাশাপাশি যারা ছয় বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের আগামী ১৭ ও ১৮ নভেম্বর পুন:মূল্যায়ন পরীক্ষা দেয়ার সিদ্ধান্তের কথা জানান।
এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার , অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো. শরফুদ্দীন, জেলা শিক্ষা অফিসার সাহিদা বেগম নাজমা, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।