আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসেই শুরু হচ্ছে পপির তিন ছবির শুটিং

পপির তিন ছবির শুটিং

পপির তিন ছবির শুটিং

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। চলতি মাসেই শুরু হচ্ছে পপি অভিনীত তিন ছবির শুটিং।সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’, শহীদুল হক খান পরিচালিত দুটি ছবি ‘টার্ন’ এবং ‘যুদ্ধ শিশু’।

পপি জানান,  সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং  আগেই শুরু হয়েছে। মাঝে কিছুদিনের বিরতি ছিল। এ মাসে আবার শুরু হবে। অন্যদিকে ‘টার্ন’ এবং ‘যুদ্ধ শিশু’ নামের দুটি ছবির শুটিংও এ মাসে শুরু হবে। দুটি ছবিই পরিচালনা করবেন শহীদুল হক খান।

এক সাক্ষাত কারে পপি বলেন, পার্বতী চরিত্রে অভিনয়ের কথা শুনে আমি আনন্দিত । এটা আমার জন্য অবশ্যই বড় পাওয়া। এত বড় একটি চরিত্রে অভিনয় করছি। এর আগে এ চরিত্রে অনেক বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন। প্রথমে ভয়ে ছিলাম। পরে ঠিক হয়ে গেছে। আশা করি ভালোভাবেই চরিত্রটি দাঁড় করাতে পারছি।

কম ছবিতে অভিনয়ের কারণ হিসেবে বলেন, আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে অনেক সমস্যার মধ্যে একটি হচ্ছে সিনিয়রদের চরিত্র নিয়ে ভাবার লোক নেই। অন্যদিকে বাজেট সমস্যাও একটা বিষয়। আমার সঙ্গে যে চরিত্রগুলো যাবে দেখা গেল সে ধরনের চরিত্রে কাজের প্রস্তাব কম আসে। আর যেগুলো আসে সেগুলো আজকের অবস্থানের পপির সঙ্গে যায় না। তাই অভিনয়ও করা হয় না।

সর্বশেষ সংবাদ