আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেশাগ্রস্থ ছেলের বিরুদ্ধে পিতার মামলা

ছেলের বিরুদ্ধে পিতার মামলা

ছেলের বিরুদ্ধে পিতার মামলা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নেশা করতে টাকা না দেওয়ায় পরিবারের সদস্যদের উপর হামলা ও ঘরে ভাঙচুর চালায় শফিউল ইসলাম শামিম (২৫)। তার এই জঘন্যতম ও ঘৃণ্য কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে অত্যাচারের হাত থেকে বাঁচতে পিতা নিজেই বাদী হয়ে কোর্টে মামলা করেন ছেলের বিরুদ্ধে। যার সিআর মামলা নাং- ৬৫৮/১৮। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ভূইয়াপাড়া এলাকায়।
মামলার প্রেক্ষিতে সোমবার দিবাগত রাত দেড়টার সময় সিদ্ধিরগঞ্জ গোদনাইল ভুইয়াপাড়া এলাকা থেকে মাদক সেবনকারী শামীমকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, জয়নাল আবেদীনের ছেলে শামীম মাদকাসক্ত। দীর্ঘদিন যাবত সে মাদক সেবন করে আসছে। বাসা থেকে মাদক সেবনের জন্য টাকা না দিলে সে ঘরে ভাঙচুর চালায়। সেই সাথে পরিবারের সদস্যদেরকে মারধরসহ নানা ধরনের অত্যাচার চালায়। তার এমন জঘন্যতম আচরনে অতিষ্ঠ হয়ে অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে তারই পিতা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।