২০১৬-১৭ মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগের পজিশনভিত্তিক সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় নেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমার। তালিকায় নেই মোনাকোর তরুণ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেও।
ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। বৃহস্পতিবার ফরাসি ক্লাবটির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার পাঁচ বছরের চুক্তি হয়। যেটিকে বলা হচ্ছে ‘শতাব্দী সেরা দলবদল’।
শুক্রবার উয়েফার প্রকাশিত গত মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগের পজিশনভিত্তিক সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি নেইমারের। সেরা ফরোয়ার্ডের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন নেইমারের সদ্য প্রাক্তন হওয়া বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও জুভেন্টাসের পাওলো দিবালা।
গত মৌসুমে মোনাকোকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমবাপে ভোটে চতুর্থ হয়েছেন। পঞ্চম হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। নেইমার হয়েছেন পঞ্চম।
সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। পুরস্কারের জন্য মনোনীত ১২ জনের ৬ জনই রিয়ালের। আগামী ১৫ আগস্ট উয়েফা বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবে উয়েফা।
চ্যাম্পিয়নস লিগের পজিশনভিত্তিক সেরা ১২ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা:
গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), জ্যান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস, এখন এসি মিলান), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ)
ফরোয়ার্ড: পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।