আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের বেপরোয়া নূর হোসেন বাহিনী!

নূর হোসেন

ফের বেপরোয়া নূর হোসেন বাহিনী!

নূর হোসেন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সাত খুনের ফাসির দ- পাওয়া নূর হোসেনের ক্যাডার বাহিনীর আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। বিভিন্ন এলাকায় মাসিক চাদা ও দখল, মারামারির ঘটনা ঘটাচ্ছে প্রতিনিহত। নতুন করে এ বাহিনীর দাপটে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
বাহিনীর সদস্যরা আতঙ্ক ছড়াতে বলে বেড়াচ্ছে, শিগগির মুক্ত হচ্ছেন নূর হোসেন। নানা কৌশলে আতঙ্ক ছড়িয়ে দখলে নেমে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। অপরদিকে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অবস্থিত হাজী ফজলুল হক মডেল স্কুলের বাৎসরিক হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি ও নূর হোসেনর ক্যাডার বাহিনীর সসদ্য বিদ্যুৎ আঃ কাইয়ুম এর লোকদের মধ্যে ধাওয়া পাল্টা-পাওয়া ও সংর্ঘষের ঘটনায় আহত কামরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার বাবা। সোমবার (৮ জানুয়ারি) দুপুরের সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিতে এসে তিনি এ কথা জানায়।
এসময় আহত কামরুজ্জামানের বাবা হাজী আব্দুল আউয়াল বলেন, সাত খুনের ফাসির আসামী নূর হোসেনর ক্যাডার ও সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের ক্যাডার ও ওয়ার্ড কমিটি পুলিশের সাধারণ সম্পাদক আঃ কাউয়ুম, নাসির, জাকির, আলমগীরসহ ৮/১০জন লাটিসোটা নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বর্তমানে ঢাকা স্কয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। অপারেশন করে আমার ছেলের একটি কিডনি ফেলে দেওয়া হয়েছে। আমার ছেলে হাসপাতালে, বাচামরা আল্লাহর হাতে বলেই থানা এলাকায় হাউমাউ কাঁদতে শুরু করেন।
এদিকে এলাকাবাসী জানায়, আঃ কাউয়ুম সাত খুনের ফাসি’র আসামী নুর হোসেনর বিদ্যুৎ ক্যাাডার ছিলেন। তার অত্যাচারে কোন সাধারণ মানুষ বিদ্যুৎ অফিসে যেতে পারত না। একটি মিটার সংযোগ দিতে তাকে টাকা দিতে হতো। বর্তমানে ক্ষমতার দাপটে ৪নং ওয়ার্ড কমিনিটি পুলিশের সাধারন সম্পাদক হয়েছে। তাই তার কথায় বাহিরে কেউ যেতে পারেনা।আমরা নুর হোসেন ক্যাডার বিদ্যুৎ কাউয়ুম বাহিনী’র হাত থেকে রক্ষায় জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা’র ওসি অপারেশন আজিজ বলেন, শনিবারের বিদ্যালয়ে ঘটনা নিয়ে যে সংঘর্ষ হয়েছে এতে আহত কামরুজ্জামানের একটি কিডনি অপারেশন করা হয়েছে এমন অভিযোগ দিয়েছে তার বাবা। তাই ঘটনা তদন্তের জন্য এসআই রফিকুল ইসলামকে পাঠিয়েছে। সত্যতা পেলে আইনগন ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত হাজী ফজলুল হক মডেল হাইস্কুলের ১ বছরের হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের ভেতরে ম্যানেজিং কমিটি’র সভাপতি হাজী আব্দুল আউয়াল ও ও ৪ নং কমিটি পুলিশে’র সাধারণ সম্পাদক আঃ কাউয়ুম বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপে’র ৬ জন আহত হয়ে। এদের মধ্যে কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ ৩শ’শয্যা হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় সোমবারও অতিরিক্ত পুলিশের টহল দিতে দেখা গেছে।