আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে পলাশবাড়ীতে জাসদের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মঙ্গলবার পলাশবাড়ি থানা মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জাতীয় সমাজতান্ত্রিকদল-জাসদ পলাশবাড়ী উপজেলা শাখা এই মানববন্ধন কর্মষূচির আয়োজন করে।

গাইবান্ধা জেলা জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা জাসদের সাধারন সম্পাদক গোলাম মারুফ মনা, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম দুদু, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা, জাসদ নেতা মুক্তিযোদ্ধা মজিবর রহমান মন্ডল, আব্দুর রহমান মন্ডল, সিরাজুল ইসলাম, আবু ইয়াহিয়া খান, মোকছেদ আলী প্রমুখ।

বক্তারা এই ধরণের নৃশংস ঘটনার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ