আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নুসরাত দিলেন ৩০ লাখ

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান । করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন এবং নিজস্ব সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি দিয়েছেন।

শনিবার নুসরাতের তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। শুধু বসিরহাটবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। বসিরহাট এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনোরকম কমতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ টাকা এবং একমাসের সাংসদের বেতন প্রদান করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, করোনা মোকাবিকায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্যেও সাংসদের এই অনুদান থেকে টাকা ব্যয় করা হবে। বসিরহাটের হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ডের কাজেও লাগানো হবে এই অর্থ। নায়িকা ও সাংসদের এমন উদ্যোগে খুশি বসিরহাটবাসী।
নুসরাত জাহান সব সময়ই মানবিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন। অসহায় মানুষের পাশে সুযোগ পেলেই সহযোগিতার দু’হাত বাড়িয়ে দেন তিনি। বিপদকালীন সময়ে আরও একবার সেই প্রমাণ দিলেন নুসরাত।

স্পন্সরেড আর্টিকেলঃ