আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিহত ২২ জনের দাফন সম্পন্ন

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাহ জামে  মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ দাফন করা হয়েছে।

 রোববার ৬ সেপ্টেম্বর দুপুরে নাদিম আহমেদ ও শামীমের মরদেহ দাফন করা হয় । এর মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে ও বাকিদের নিজ জেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে থাকা ছয়টি এসির সব কটি পুড়ে যায়। ফ্যান, বিদ্যুতের তার, প্যানেল বোর্ডসহ সবকিছু পুড়ে গেছে। বিস্ফোরণের সময় মসজিদে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। তাঁদের সবাই কমবেশি দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাঁদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

স্পন্সরেড আর্টিকেলঃ