অনলাইন রিপোর্ট
বিশ্বের এক সময়ের ত্রাস ব্যাটসম্যান, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক ও দেশটির অন্যতম রাজনীতিবিদ সনাথ জয়াসুরিয়াকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমের থেকে নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। আকসুর তদন্তে সহায়তা না করা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে এই তারকা সাবেক ক্রিকেটারের বিপক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
গত বছরখানেক ধরে শ্রীলঙ্কায় বিভিন্ন ধরনের ম্যাচ পাতানোর অভিযোগ দিয়ে তদন্ত করছে আইসিসির একাধিক দল। তদন্তের এই পর্যায়ে, গত অক্টোবরে জয়াসুরিয়ার বিপক্ষে এই অভিযোগ গঠিত হয়। বলা হয় যে, তিনি আকসুর তদন্তে সহায়তা করতে অস্বীকার করেছেন। সেই সাথে তদন্তের প্রয়োজনীয় কোনো প্রমাণ নষ্ট করা বা প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও আছে তার বিপক্ষে।
ঘটনাটি ঘটেছিলো জয়াসুরিয়ার সাক্ষাত্কার নেওয়ার এক পর্যায়ে আকসুর তদন্তকারীরা তার মোবাইলটি চেয়েছিলেন পরীক্ষা করে দেখার জন্য। কিন্তু জয়াসুরিয়া সেই মোবাইল হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। ফলে ১৯৯৬ বিশ্বকাপ জয়ের এই নায়কের বিপক্ষে অভিযোগ গঠিত হয়। তারপর দীর্ঘ সময় পর এই রায় দিলো আকসু।
অভিযোগ গঠনের পরপরই এক বিবৃতি দিয়ে জয়াসুরিয়া বলেছিলেন, তিনি সবসময় সততা ও স্বচ্ছতার সাথে ক্রিকেটে থেকেছেন। সেই সাথে কখনোই কোনো অন্যায় কাজে জড়িত হননি বলেও দাবি করেন তিনি।