আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজের পেটে ছুরি ঢুকিয়ে ইজিবাইক চালক আহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইক আটক করায় নিজের পেটে ছুরি ঢুকিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত অটো রিক্সা চালকের নাম জুম্মন (৩০)।

সোমবার ২২শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ডাম্পিং ষ্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

এসময় আহত অবস্থায় জুম্মনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে ট্রাফিক পুলিশের সদস্যরা।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিম জানান, সকালে ঢাকা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়েরর ডাচবাংলা ব্যাংক ইউটার্ন এলাকায় নিষিদ্ধ দুইটি ব্যাটারী চালিত ইজিবাইক সংঘর্ষ লেগে একটি মহাসড়কের উপর উল্টে যায়।

খবর পেয়ে শিমরাইল এলাকার রেকারের অপারেটারের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এটিএসআই রাশেদ ঐ ইজিবাইকটি উদ্ধার করে শিমরাইল সাজেদা হাসপাতের পাশে ডাম্পিং ষ্টেশন রেখে দেন।

এর কিছু ক্ষন পর ইজিবাইক চালক জুম্মন ডাম্পিং ষ্টেশনের পাশে গিয়ে নিজেই তার পেটে ছুড়ি ঢুকিয়ে দেন। পরে জুম্মনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার ব্যবস্থা করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

আহত জুম্মন সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে জানিয়েছেন পুলিশ। 

স্পন্সরেড আর্টিকেলঃ