আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর সন্ধান দাবীতে: না’গঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী

নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ মার্কেট থেকে ১৭ দিন ধরে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জুয়েলারী মালিক সমিতি ও স্বর্ণ শিল্পী শ্রমিকরা। বুধবার বেলা এগারোটায় মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন। এসময় নিখোঁজ প্রবীর চন্দ্র ঘোষকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে নিখোঁজ প্রবীর ঘোষের পরিবারের স্বজনরাও অংশগ্রহন করেন।

 

নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি গোপী নাথ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রবীর চন্দ্র ঘোষ ১৭ দিন ধরে নিখোঁজ থাকলেও পুলিশ তার সন্ধানের ব্যাপারে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। নিখোঁজ প্রবীর ঘোষকে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন তার পরিবারের স্বজনরা। মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে তাদের পক্ষ থেকে কয়েকজন নের্তৃবৃন্দ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করে ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।
গত ১৮ জুন রাত সাড়ে নয়টায় নগরীর বালুরমাঠ এলাকার নিজ বাসা থেকে কালিরবাজার এসে নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ। রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর ১৯ জুন প্রবীর ঘোষের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন।