সংবাদ বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তার অংশ হিসেবে ত্রাণ মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে নগদ ২ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে । এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন । রবিবার সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণের ধারা অব্যাহত রেখেছেন।
রবিবার নারায়ণগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রচার অভিযান চালাচ্ছে। বিদেশ ফেরতদের আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে অবহিত করা হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন কার্যক্রম যথাযথভাবে চলছে। নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে আরোগ্য লাভকারী ২ জন। আইসোলেশনে ১ জন্য রয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলার কেউ মৃত্যুবরণ করে নি। আজ কেউ আক্রান্ত হয়নি। বাড়িতে কোয়ারেন্টাইনে ৩৫২ জন তার মধ্যে আজ ১৫ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়াপ্রাপ্ত মোট ১৩৯ জন আজ ৪২ জন। ১ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে মোট প্রত্যাগত ৫ হাজার ৯শ ৬৮ জন। ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি মোট ২৮০ জন। সরকারি চিকিৎসা কেন্দ্র ৬ টি। কোভিড ১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৩০ টি। ডাক্তারের সংখ্যা ৯০ জন। নার্সের সংখ্যা ১৭৩ জন। এস্বুলেন্সের সংখ্যা ৬ টি। বেসরকারি চিকিৎসা কেন্দ্র ৭২ টি , কোভিড ১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৭২ টি , ডাক্তারের সংখ্যা ১০০ জন। নার্সের সংখ্যা ১৮০ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ( পিপিই) বিতরণ করা হয়েছে ৪৪৮ টি। মজুদ রয়েছে ১৪০ টি। খাদ্য সহায়তা মোট ৭৫৫০ পরিবারের মধ্যে ৭৫.৫ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সবই নারায়ণগঞ্জ জেলার তথ্য। ত্রাণ সহাতায় কার্যক্রম চলমান রয়েছে।