সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানায় অভিযান পরিচালনা করে পুলিশ ৬৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযান সোমবার শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে।
পুলিশের অভিযানে মুখ্য ভূমিকা পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম। অভিযান পরিচালনা করে ১৪ টি টিম। প্রতিটিমে একজন করে সাব ইন্সপেক্টর সহ ৯ থেকে ১০ জন করে ফোর্স অংশগ্রহন করে।
উক্ত অভিযানে মোট ৩১ টি গ্রেফতারি পরোয়ানা (জি আর) ও ১১ টি সিআর তামিল করা হয় এবং ১ টি সাজা পরোয়ানা গ্রেফতার করা হয়। মোট ৪৩ টি পরোয়ানা(ওয়ারেন্ট) নিষ্পত্তি করা হয়। এছাড়াও অভিযানে ৫১৩ পিস ইয়াবা ট্যাবলেট ০২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে মোট ২০ টি মাদক মামলা দায়ের করা হয়।