আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে নজর কম

সৈয়দ মো. রিফাত

শোনা যায়, দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জ। তবুও যেকোন বিষয়ে রাজধানী ঢাকাকেই প্রাধান্য দেয়া হয় সবচেয়ে বেশি। অতীত কর্মকান্ডের কারণে সবকিছু ঢাকাকেন্দ্রীক হয়ে আছে, করোনাকালে তা আরও নতুন ভাবে দেখা যাচ্ছে বলে মনে করছেন নগরীর সচেতন মহলের লোকজন।

প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে করোনা আগমনের পর থেকে রাজধানী ঢাকার বাইরেও প্রতিনিয়ত উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে। তবে রোগটির চিকিৎসা সেবা অনেকটাই ঢাকা কেন্দ্রীক। রাজধানীর বাইরে অনেক সেবা অপ্রতুল, কিছু ক্ষেত্রে সেবা নেই বললেই চলে।

সূত্রানুযায়ী, গত ৮ মার্চ দেশে যে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছিলো তাদের মধ্যে দু’জনই ছিলো নারায়ণগঞ্জের। এরপর থেকেই রাজধানীর সাথে পাল্লা দিয়ে জেলায় বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। যার ফলে আইইডিসিআর থেকে নারায়ণগঞ্জকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়। প্রথমাবস্থায় জেলা থেকে ঢাকায় গিয়ে নমুনা দিয়ে আসতে হতো সাধারণ মানুষকে। তারপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয় যে, নারায়ণগঞ্জে কোন পিসিআর ল্যাব নেই। একথা শুনে বিষ্মিতও হন প্রধানমন্ত্রী।

এরপর জেলার ৩শ’ বিশিষ্ট খানপুর হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে তৈরি করার সিদ্ধান্ত আসে সেই সাথে পিসিআর ল্যাবও বসানো হয়। দেড় মাসের মাথায় সেখানে কিট সংকটের ফলে বন্ধ হয়ে নমুন সংগ্রহ করা। যদিও গতকাল থেকে ফের শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ।

এদিকে জেলায় সংকট আইসিইউ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৪০ শতাংশ রোগীর উপসর্গ থাকে মৃদু। মাঝারি উপসর্গ থাকে ৪০ শতাংশ রোগীর। ১৫ শতাংশ রোগীর পরিস্থিতি মারাত্মক হয়। বাকি ৫ শতাংশ রোগীর অবস্থা জটিল আকার ধারণ করে। সব মিলে প্রায় ৫ শতাংশ করোনা রোগীর আইসিইউ সেবা দরকার হয়। অথচ, নারায়ণগঞ্জে আইসিইউ তৈরি করা হলেও এখনও চালু হয়নি।

শুধু আইসিউ নয় নারায়ণগঞ্জে ডায়ালাইসিসও নেই। যা আছে শুধু ঢাকায়। এদিকে, বিশেষজ্ঞদের মতে, ডায়ালাইসিস দরকার হয়, এমন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হয়। তাঁদের বিশেষ সেবার দরকার হয়। একজন রোগীকে সাড়ে তিন থেকে চার ঘণ্টা ডায়ালাইসিস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে হয়। এই সেবা নিয়মিত প্রয়োজন হয়। কিন্তু ঢাকা শহরের বাইরে দেশের আর কোথাও করোনা রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা নেই।

সচেতন মহল বলছেন, রাজধানী হওয়ায় শুধুমাত্র ঢাকার দিকে সরকারের বেশি ফোকাস রাখাটা স্বাভাবিক। একই সাথে দেশের সকল জেলার চাহিদা পূরণ করাও তাদের দায়িত্ব। আইইডিসিআর থেকে যেহুতু নারায়ণগঞ্জকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে সেহুতু ঢাকার পাশাপাশি এ জেলার দিকেও বিশেষ নজরদারীর প্রয়োজন।