আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে সচিব

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য নারায়ণগঞ্জ জেলায় একজন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। গত সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে  বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব উদ্দিনকে। তিনি  জেলার সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন। তিনি শুক্রবার  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জরুরি সভা করেছেন।  জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সেনাবাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সংশিষ্ট সকলেই অংশগ্রহন করেন।

সভায় করোনা ভাইরাস সংক্রমনজনিত নারায়ণগঞ্জ জেলার বর্তমান পরিস্থিতি, পরিস্থিতি থেকে উত্তরণে সকল দপ্তরের গৃহীত কার্যক্রম, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রমসহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। সভায় পরিস্থিতি থেকে উত্তরণে চ্যালেঞ্জসমুহ তুলে ধরে তা দুরীকরণে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ