আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু

সংবাদচর্চা অনলাইনঃ

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ২০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১৭ জন।

সোমবার (৬ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এই তথ্য জানায়। নিহতদের মধ্যে একজন পুরুষ (৮০), তিনি সোনারগাঁ উপজেলার বাসিন্দা। অন্যজন নারী (৬৬), তিনি শহরের সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।

সূত্রটি আরও জানায়, সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ১,৮৭৮ জন ও মারা গেছেন ৬২ জন । অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১,২৫৫ জন ও মারা গেছেন ২২ জন । বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯৬ ও মারা গেছেন ৩ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ১,৩৮জন ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫০৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৬৯ ও মারা গেছেন ১৬ জন।

জেলায় মোট ২৬ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২১ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৯৩৯ জন।

স্পন্সরেড আর্টিকেলঃ