আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনায় আরও ২৬ জন সনাক্ত

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ২৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ২৯১ জন এবং মারা গেছেন মোট ১১৫ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এই তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রেমতে,  সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ১,৮৬৮ জন ও মারা গেছেন ৬১ জন । অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১,২৪২ জন ও মারা গেছেন ২২ জন । বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯০ ও মারা গেছেন ৩ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ১,৩৮জন ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৯২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৬১ ও মারা গেছেন ১৫ জন।

জেলায় মোট ২৬ হাজার ২৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২২ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭ হাজার ৯৮৭, সদর উপজেলায় ৪ হাজার ৯৯৮, বন্দরে ১ হাজার ১৭৮, আড়াইহাজারে ২ হাজার ৩৬৩, সোনারগাঁয়ে ১ হাজার ৯০৪, রূপগঞ্জে ৭ হাজার ৮২২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৩৭ জন।