আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ডিসির হুঙ্কার

নিজস্ব প্রতিবেদক:

আগামী কাল ৩১ মার্চ  রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে অবাধ ও সুষ্ঠু করতে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে গেছেন জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিয়া। পরিদর্শনকালে তিনি সকল প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘একটাই বার্তা নির্বাচন শতভাগ সুষ্ঠু ও অবাধ হবে। আমরা এ বিষয় জানাতেই আমরা এসেছি। সবাই আমারসহ সকলের ব্যক্তিগত ফোন নাম্বার রেখে দেন। যেকোন সমস্যাই আমাকে ফোন দিবেন। আমি আপনাদের সাথে আছি। মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি।’

এদিকে শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত করার লক্ষ্যে আইন শৃংখালা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। আরো বক্তব্য রাখেন বিজিবির সিও আলআমিন, সহকারী কমিশনার ভূমি শেখ জাহিদ হাসান প্রিন্স, আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন প্রমুখ।

এ সময় আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক হাজী শাহজাহান কবির উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নির্বাচনে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

তিনি প্রিজাইডিং অফিসারদের বলেন, আপনার কেন্দ্রের দায়িত্ব আপনার। আমাদের সহযোগিতা নিয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন।

বিজিবির সিও আলআমিন বলেন, কোন অনিয়ম হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে প্রয়োজনে গুলি করা হবে।