সংবাদচর্চা অনলাইনঃ
করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় আরও ৩২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন মোট ১১৫ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
রবিবার (৫ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এই তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রেমতে,সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ১,৮৭৩ জন ও মারা গেছেন ৬১ জন । অন্যদিকে সদর উপজেলায় আক্রান্ত ১,২৪৯ জন ও মারা গেছেন ২২ জন । বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৯৬ ও মারা গেছেন ৩ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছেন ১,০৩৯ জন ও মারা গেছেন ১০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫০১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৬৫ ও মারা গেছেন ১৫ জন।
জেলায় মোট ২৬,৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪১ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮,০৫৯ জন, সদর উপজেলায় ৫০৪৪, বন্দরে ১,২০৭, আড়াইহাজারে ২,৩৮৩, সোনারগাঁয়ে ১,৯১৪, রূপগঞ্জে ৭,৮৮৬ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৭৩৭ জন।