আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্ট
প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলো ৩জন। যাদের মধ্যে দু’জনই ছিলো নারায়ণগঞ্জের। এ জেলাকে রেড জোন হিসেবে আগেই শনাক্ত করা হয়েছিলো। আরও বলা হয়েছিলো করোনা সংক্রমণে নারায়ণগঞ্জ চতুর্থ ধাপে অবস্থান করছে। সেই ধারাবাহিকতায় জেলায় হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার নতুন করে আর ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

বিফ্রিংয়ে জানানো হয়, দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০। মারা গেছেন একজন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪।

আজ অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ব্রিফিংয়ের শেষ দিকে আসেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের বয়স এবং তারা কোন এলাকার, তা জানান। মীরজাদী সেব্রিনা বলেন, শনাক্ত হওয়া ১১২ জনের মধ্যে ৭০ জন পুরুষ, আর ৪২ জন নারী। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় সবক্ষেত্রে মোট শনাক্তের দুই–তৃতীয়াংশ পুরুষ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে ১৩।

এসএমআর