আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তফসিল ঘোষণার পূর্বেই না.গঞ্জের তিন থানার ওসি বদল, নতুন এলেন যারা

না-গঞ্জের-তিনি-থানার-ওসি-ব

না-গঞ্জের-তিনি-থানার-ওসি-ব

সংবাদচর্চা রিপোর্ট:

তফসিল ঘোষণার পূর্বেই নারায়ণগঞ্জে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে নতুন তিনজনকে স্থলাভিষক্ত করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ, বন্দর ও আড়াইহাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্তকর্তা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহিন ম-লকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে আজহারুল ইসলাম সরকারকে।

আড়াইহাজার থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল হককে ডিএসবিতে সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে আখতার মোর্শেদকে। এছাড়া সিদ্ধিরগঞ্জ আখতার থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুস সাত্তারকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে শাহীন শাহ্ পারভেজকে। তিনি ইতোপূর্বে সদর মডেল থানায় ছিলেন।

অপরদিকে গুঞ্জন রয়েছে, জেলার আরও তিনটি থানায়ও রদবদল করা হতে পারে। তবে, হুট করে এই রদবদলের কী এমন কারণ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখেই এই রদবল করা হচ্ছে।

স্পন্সরেড আর্টিকেলঃ