আজ রবিবার, ১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারী হাসপাতালের নার্স কোয়ার্টারে চুরি

নার্স কোয়ার্টারে চুরি

নার্স কোয়ার্টারে চুরি

আড়াইহাজার সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স কোয়ার্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লাকী বেগমের সরকারী বাসার দরজার তালা কেটে অজ্ঞাত চোরেরা ২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

ফরিদা নামের অপর একজন নার্সের বাসার তালা কাটার সময় বাসার লোকজন জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়। প্রসঙ্গত, ওই সময় নার্স লাকী বাসায় ছিলেন না বলে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের টি এইচ ও ডাঃ হাবিব ইসমাইল ভূঁইয়া জানান।চুরি করার সময় চোরেরা অপরাপর নার্সদের বাসার দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়।

স্পন্সরেড আর্টিকেলঃ