আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে : বস্ত্র ও পাট মন্ত্রী

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী শিক্ষার বিপ্লব ঘটছে। নারী শিক্ষা বৃদ্ধির ফলে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরা  বর্তমানে আমাদের দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মঙ্গলবার( ১২ নভেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা ও নাম ফলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন ।

তিনি বলেন,সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আমার স্মৃতিবিজরিত কলেজ। এই কলেজের ছাত্রীকে আমি বিয়ে করেছি।  । এই কলেজের উন্নয়নের জন্য দীর্ঘদিন কাজ করেছি।

তিনি আরো বলেন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণ হবে। কলেজ সরকারিকরণ হলে অনেক বাবা মা সুফল ভোগ করবে।

এছাড়া  সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী। এই কলেজের বর্তমান সভাপতি তিনি ।

জানা গেছে মঙ্গলবার  সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং গাজী হাছিনা ভবনের নাম ফলক উদ্বোধন করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারসহ অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ