আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়’

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, নারীদেরকে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নারীরা জাগলে বাংলাদেশ জাগবে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন , বর্তমানে বাংলাদেশের নারী জাগরনের অগ্রদূত শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বিপ্লব ঘটেছে। পুলিশ সেনা নৌ বিমান বাহিনীতে নারী সফলতার সাথে দায়িত্ব পালন করছে। দেশে নারী ভোটার সবচেয়ে বেশি আওয়ামী লীগে ।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারাব পৌরসভা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, একটা সময় ছিলো রূপগঞ্জে আওয়ামীলীগের মহিলা সংগঠনের কোন নেতা পাওয়া যেত না। এখন রূপগঞ্জসহ সারা দেশে নারী নেতৃত্বের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এ কৃতিত্ব শুধুই জননেত্রী শেখ হাসিনার।

হাছিনা গাজী আরও বলেন, একটি ধর্মন্ধ গোষ্ঠী বাংলার নারীদের কে ধর্মের দোহায় দিয়ে চার দেয়ালে বন্দি রাখতে চায়। ওদের স্বপ্ন কোন দিন পূরণ হবে না। তিনি বলেন, নারীরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নারীদের কে প্রতিবাদী হতে হবে।

হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী নেতৃত্বের বিপ্লব ঘটেছে। নারীদের কে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।
এসময় তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির , তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেন্ডার এ্যাকশান প্ল্যান এর আওতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মেধাবী ৮১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া হাছিনা গাজীর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি তারাব পৌর ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

স্পন্সরেড আর্টিকেলঃ