আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীদের পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক

নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন, বর্তমান সরকার দেশে নারী পুরুষের মধ্যে কোন ধরণের বৈষম্য রাখবে না।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে জানিয়ে নওফেল বলেন, পৃথিবীতে কোন ধর্মে কাজকর্মের ব্যাপারে বিধিনিষেধ না থাকলেও এই কথা বলে নারীদের পিছিয়ে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। তাই নারীসমাজের অগ্রগতির লক্ষ্যে নারী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী হওয়ার তাগিদ দেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

এসএএইচ/এসএএইচ

স্পন্সরেড আর্টিকেলঃ