আজ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা সমিতি উদ্যোগে অর্ধকোটি টাকার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জ জেলা সমিতি সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি’র উদ্যোগে ৫ সেপ্টেম্বর হইতে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে মায়ানমার থেকে আসা সীমান্ত এলাকা টেকনাফের বালুখালী, উইনকন, ক্যাংকালী, হোয়াক্যং, কতুব পালংয়ের প্রায় ৫০টি পয়েন্টে ত্রাণ বিতরণের কার্যক্রম করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়ের নেতৃত্বে ১২জন বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসক ও ১৮জন ত্রাণ বিতরণের বিশেষ টিমের মাধ্যমে কেক, বিস্কুট, রুটি, চাল, ডাল, কোল্ড ড্রিংকস, ঔষধের মধ্যে ওরাডল, সারজেল, ম্যাক্সরো, রোলাক, সিপ্লোসিন-৫০০, জিম্যাক্স-৫০০, জিকোলেট, সেফ-৩, এনসিআর-১৫০, কিলব্যাক-২৫০, কেটোরোলাক, সিপ্রক্স-৫০০, গ্যাসটাব, এ্যালম্যাক্স, এলিন-১৫০, এমোডিস-৪০০, লোরকাস্ট, বারবিট, রিসেট, নাপা/এইস সিরাপ, ব্রডিল, এডোভাস, নিটাজক্স, নাপা/এইস প্যারাসিটামল, ওরস্যালাইন ইত্যাদি। গত ১৫ দিনে প্রায় ৬০ হাজারের বেশি রোহিঙ্গা শরনার্থীদের সেবা প্রদান করা হয়েছে। রোহিঙ্গাদের যতদিন সমস্যা থাকবে নারায়ণগঞ্জ জেলা সমিতি ততদিন তাদের পাশে থাকবেন বলেও জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ