আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুস্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালকসহ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সোমবার ( ১৯ এপ্রিল) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন তিনি । ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ।

এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তোফাজ্জল হোসেন ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনমতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। এসময় তিনি সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ