সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা কারাগারে লিটন (৫৫) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে । আজ বুধবার ভোর রাতে তার মৃত্যু হয় । লিটন মিয়া নগরীর দেওভোগের মনির হোসেনের ছেলে।
সে সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় আটকের পর আদালত তাকে গত ১১ মার্চ কারাগারে প্রেরণ করে।তার হাজতির নম্বর ৩৫৩৬/৮। তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে মঙ্গলবার রাতে আসামী জেলা খানায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো: আসাদুর জানান, লিটন হোসেনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে আরো দুটি মাদকের মামলা। সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৭ হাজার পিছ ইয়াবাসহ তাকে আটকের পর চলতি বছরের ১১ মার্চ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে ওইদিনই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেই সময় থেকেই তিনি কারাগারে ছিলেন।
নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বুধবার ভোর রাতে জেলখানায় লিটন হার্ট এ্যাটাক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিন হার্টের রোগী ছিলেন। কারাগারে তাকে প্রতিদিন নিয়মিত ১৮ প্রকারের অষুধ সেবন করানো হতো।
ইয়াবা ব্যবসার পাশাপাশি তিনি ইয়াবা সেবনও করতেন। তার স্ত্রীও জানিয়েছিলেন সে হার্টের রোগী এবং ইয়াবাসেবী।
তিনি আরো জানান, এর আগে লিটন জেলখানাতেই দুইবার অসুস্থ্য হয়ে পড়েছিলেন। সেই সময় নারায়ণগঞ্জ ও ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়েছিলো।