আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ঠেকাতে নারায়ণগঞ্জ ৫(সদর-বন্দর) আসনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে টহল দিতে শুরু করে। নারায়ণগঞ্জের বাকী ৪ টি আসনে বিজিবি মোতায়েন করা হবে। ভোটগ্রহণের পরদিন পর্যন্ত তারা মাঠে দায়িত্ব পালন করবেন।নারায়ণগঞ্জে

বিজিবি মোতায়েন প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে।

তিনি বলেন, একদাশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে, নির্বাচন পূর্ব পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, পাশাপাশি নির্বাচনী আচারণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করার জন্য ১৫ জন ম্যাজিস্ট্রেট জেলার ৫টি নির্বাচনী আসনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া র‍্যাব ও পুলিশ সহায়তা করছে। এছাড়াও প্রার্থী, সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচারণবিধি পতিপালনের জন্য লিফলেট বিতরণ করবো।

স্পন্সরেড আর্টিকেলঃ