আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ভুয়া ডিবি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ডিবি পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জে ছিনতাইয়ের সময় চারজনকে (ভুয়া ডিবি) হাতেনাতে ধরেছে আসল ডিবি পুলিশ। এ সময় ছিনতাই করা একটি মোটরসাইকেল ও ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- রূপগঞ্জের দুলাল ভূঁইয়ার ছেলে মো. সজীব ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের আক্কাস আলীর ছেলে মো. রোমান, একই এলাকার ইয়াসিনের ছেলে মো. জাহিদ ও নূর উদ্দিনের ছেলে আল-আমিন। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া থেকে তাদের আটক করা হয়।

বুধবার ( ৫ মে) দুপুরে জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা শামসুল হক মিজি মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে ওই চার যুবক তাকে আটকে রেখে একটি মোটরসাইকেল, ২১ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে জেলা ডিবি পুলিশের একটি দল। ওই ঘটনায় ভুক্তভোগী শামসুল হক মিজি আটককৃত চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

সর্বশেষ সংবাদ