নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ নভেম্বর শুক্রবার বিকেলটা ছিল শুধু দর্শক মাতানোর কাজ। অন্য দিনগুলো এখানে বসে সবাই চা পান আর গল্পগুজব করলেও শুক্রবার ছিল সম্পূর্ণ ব্যতিক্রম।
সচরাচর তেমন একটা চোখে পড়ে না এমন খেলা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বর্তমানের যুবকেরা অনেকেই শরীর গঠন করে থাকেন আকর্ষণীয় দেখার জন্য। তবে এটার প্রতিযোগিতা হয় চ্যাম্পিয়ন হওয়া যায় সেই রকম খেলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি দেখা গেলেও আমাদের দেশে তেমন একটা দেখা যায় না। সেই প্রতিযোগিতাই শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ মিনারের পশ্চিম পাশে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের আয়োজনে শরীর গঠন প্রতিযোগীতা ২০১৭ এর দুটি ক্যাটাগরিতে শহরের বিভিন্ন শরীর গঠন কেন্দ্রের (জিম) প্রতিযোগিরা অংশগ্রহণ করেন যার মধ্যে ৫৫ কেজি ও ৬০ কেজির প্রতিযোগি ছিলেন। এ প্রতিযোগিতার প্রতিযোগিদের দেখে কেউ কেউ নাক সিটকালেও বেশির ভাগই বাহ বা দিয়েছেন। প্রতিযোগিদের সমর্থনে স্লোগান দিয়েছেন। কেউ আবার ধারণ করে নিয়েছে নিজের ব্যবহারের মোবাইল ফোনটিতে।
জানা গেছে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত ৭টি শরীর গঠন কেন্দ্র রয়েছে। এছাড়াও শহরের আশে পাশে বিভিন্ন এলাকায় রয়েছে আরো ২০অধিক। এসব কেন্দ্র থেকে প্রতিযোগিরা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাছাই করে চূড়ান্ত পূর্বের জন্য নির্বাচন করা হয়।
আর তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়। যাদের কে দেওয়া হবে ‘মিস্টার আয়রন ম্যান নারায়ণগঞ্জ’ খেতাব। চূড়ান্ত বাছাইয়ে বিচারকরা ঘোষণার আগেই দর্শকদের মাতিয়ে রাখেন প্রতিযোগিতার আয়রন ম্যানরা। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনারে দর্শকদের উপস্থিত ছিলো চোখের পড়ার মতো।
নারায়ণগঞ্জ বডিবিল্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।