আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে গণপরিবহন শ্রমিকরা পেল ঈদ সামগ্রী

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নারায়ণগঞ্জে এক হাজার গণপরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ   করা হয়েছে । বুধবার ( ২০ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আটা, চিনি, সেমাই । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন   ঢাকা ছেড়ে কাউকে গ্রামে যেতে দেবো না। আশেপাশের জেলাগুলো থেকে ঢাকা যাতে কেউ আসতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নেবো। আমরা চাই কোন মানুষ যেন রাস্তায় না থাকে। কেউ যদি পায়ে হেঁটেও গ্রামে যেতে চায় তাহলে যাকে যেখানেই পাবো সেখানেই বসিয়ে দেবো। তখন পুরো ঈদই রাস্তায় বসে কাটানো লাগতে পারে। আমরা অন্তত কঠোর থাকবো এই ব্যাপারে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার শাহ্ আবেদ হোসেন, নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ওসি  আসলাম হোসেন প্রমুখ।