আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে একটি ৩ তলা ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনার কারণ উদঘাটন করতে  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাসের পরিচালককে (অপারেশন) প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাসের ডিজিএম (প্রশাসন) আব্দুর রহিম। শনিবার (২৪ এপ্রিল) এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

এদিকে ওই ঘটনায় কোনো মামলা দায়ের না হলেও শনিবার পুলিশের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি জিডি দায়ের করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান। তিনি জানান, আমরা একটি জিডি দায়ের করে ঘটনাটির তদন্ত করছি। বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে গুরুত্বর দগ্ধ ৬জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কেউ মারা যায়নি।