সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার অতি পরিচিত গ্রুপ নারায়ণগঞ্জস্থান। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ বর্তমান করোনা পরিস্থিতিতেও সাধারণ মানুষের পাশে আছে গ্রুপটির পরিচালকরা। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সময় আলচনায় এসেছে নারায়ণগঞ্জ জেলার অতি চেনা ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।
নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশন রিদয় বলেন গ্রুপ এর প্রান শক্তি মেম্বাররা আর তাদের সহযোগিতায় করোনা ফান্ডের প্রথম পর্যায়ে ৪৩৫টি পরিবারের মাঝে আমাদের গ্রুপ এডমিন মডারেটর ও ভলেন্টিয়ারর দের মাধ্যমে এক সপ্তাহের জরুরি খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছি এবং সেই সাথে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের ইফতারের বা এক বেলা আহারের ব্যবস্থা করা হয়েছে এবং বাকি দিন গুলিতেও গ্রুপের পক্ষ থেকে এই কার্যক্রম চলবে। এছাড়া অসহায় পরিবারের কিছু শিশুদের জন্য দুধের প্যাকেট বাসায় পৌঁছে দেয়া হয়েছে এবং ৪ জনকে ২ হাজার করে ৮ হাজার টাকা দেয়া হয়েছে চিকিৎসা ভাতা হিসেবে। আমাদের গ্রুপ এর মেম্বারগণ ও ভলান্টিয়ারগণ যারা নিজেদের জন্য বা তাদের প্রতিবেশীদের জন্য আমাদের মেসেজ বা কল দিয়ে চেয়েছেন তাদের সকলকে উপহার পৌঁছে দেয়া হয়েছে। আপাতত জরুরি খাদ্য সামগ্রী উপহার দেয়া শেষ এখন শুধুমাত্র দৈনিক এক বেলা আহারের প্রজেক্টটি চলবে। তবে আমাদের করোনা ফান্ডে ডোনেশন নেয়া অব্যাহত রয়েছে ঈদের পরে দ্বিতীয় পর্যায়ে জরুরী খাদ্য সামগ্রী উপহার বিতরন শুরু হবে।
তিনি আরো বলেন প্রথম পর্যায়ে আপনারা যেই ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা রাখি ঠিক এইভাবেই আমাদের সাথে থেকে সহযোগিতা করে যাবেন।
এ বিষয় নারায়ণগঞ্জস্থান গ্রুপ এর আরেক এডমিন এম এইচ অপু জানান এই মহামারী যতদিন না শেষ হবে ইনশাআল্লাহ ততদিন আমরা মাঠে থেকে কার্যক্রম চালিয়ে যাবো এবং আশা রাখি আপনাদের আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা চাইলেও মানুষকে করোনা থেকে মুক্ত করতে পারবো না কিন্তুু আমরা একটু চাইলে মানুষকে ক্ষুধার কষ্ট থেকে মুক্ত রাখতে পারবো। নারায়ণগঞ্জটা আমাদের এই প্রাণের শহরের মানুষের দায়িত্বটা আমাদেরই নিতে হবে ।
এডমিন অভিজিত সাহা বলেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে সকলকে সকলের পাশে থাকতে হবে। সকলে যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের সমর্থন করলে আশা করি আমরা নারায়ণগঞ্জ বাসীর জন্য বেশি বেশি সহায়তা করে যেতে পারবো।
এসএস/এসএমআর