আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে মুজিববর্ষ উদযাপন হবে

নানা আয়োজনে নারায়ণগঞ্জে মুজিববর্ষ ও গণহত্যা দিবস পালিত হবে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিনের  সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায়  তিনি বলেন , স্বাধীনতা (গণহত্যা দিবস) দিবসে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ এবং তার তাৎপর্য তুলে ধরতে হবে। মুজিব জন্মশতবর্ষ জমকালো আয়োজনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই বঙ্গবন্ধু এদেশের জন্য কতগুরুত্বপূর্ণ ছিলেন। আজকে জাতির জনক বঙ্গবন্ধু নেই কিন্তু তার স্বপ্ন ও আদর্শ বেচে আছে ।  স্বাধীনতা দিবসে যেন কোন বিশৃঙ্খলা না হয় তার জন্য পুলিশ প্রশসান কঠোর নিরাপত্তা গ্রহন করবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জায়েদুর রহমান ,জেলা (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিন,  অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর উপজেলার নির্বাহী অফিসার নাহিদা বারিক, রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম, আড়াইহাজার উপজেলার নিবাহী অফিসার মো. সোহাগ হোসেন, বন্দর উপজেলার নিবাহী অফিসার শুক্লা সরকার । এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা রুনা লায়লা প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ