আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না,গঞ্জে রথযাত্রায় প্রধান অতিথি মন্ত্রী গাজী

নবকুমার:

আগামী কাল  ৪ জুলাই থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে । প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। শেষ হবে আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। প্রথম দিন  বৃহষ্পতিবার দুপুর ১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউদ্দিন প্রধান, সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী। বিকেল ৩টায় রথযাত্রার শুভ উদ্বোধন করা হবে।

এছাড়া রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোড়দার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন ২৮৯ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় ট্রাফিক পুলিশ বৃদ্ধি করা হয়েছে।