আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাওড়ায় ব্রিজ চাই : মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী আমাদের ভোট বাড়াবে। আমরা যদি জনগণের চাহিদা মোতাবেক রাস্তা ঘাটের উন্নয়ন করতে পারি তাহলে কোনো শক্তি আমাদের নির্বাচনে ঠেকাতে পারবে না।

তিনি স্থানীয় সরকার মন্ত্রীর উদ্দেশে বলেন, নাওড়া ব্রিজটা  এক বার টেন্ডার হয়েছিলো। ঘটনাক্রমে সেই ব্রিজের কাজ অন্য জায়গা চলে গেছে । আমরা রূপগঞ্জবাসী বালু নদীর উপর নওড়া ব্রিজ চাই। এ ব্রিজটা হলে ঢাকার সাথে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার দড়িকান্দি এলাকায় নবনির্মিত বীরপ্রতীক গাজী সেতু পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে  গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন  ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে চলে যাবে।

তিনি বলেন,  আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ কিছু পায়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স‌চিব মোহাম্মদ হেলালু‌দ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জ‌সিম উ‌দ্দিন, এল‌জিই‌ডি’র প্রধান প্র‌কৌশলী সুশংকর চন্দ্র আচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আনছার আলী, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ